Dear Great President,
Winter Greetings! Thank you for the successful completion of 1st half of RY 2020-21. On behalf of the District 3282, I am inviting you to apply for a District Grant to support your club project for the period of 2020-21. To avail of this fund please come up with projects preferably from DG’s priority. The Closing date of application: 31st January 2021. The Closing date of project and Submission of report: 15 May 2021 Your applications will be assessed on the below criteria’s : · The Merit of the project · History of the Clubs giving [donations] to The Rotary Foundation 2020-21 · History of the Club’s compliance with past grants · Relation to District Goal & RI goal for RY 2020-21. · President’s Participated at the PETS 2020 (attach the PETS certificate with application) · Club’s participation at District Grant Seminar 2020 (attach the DGMS certificate with application) · Fund will be allocated considering the merit of the project and availability of the fund. ( $500 to $1,000) · One application per club will be considered. · As the fund is limited so the approval will be made as first come first serve basis. Please go through all the attachments before applying for district grants 2020-21. Attachments 1. District Grant Application 2020-21 2. Rotary_Grants_terms_conditions_en 3. Rotary Area of Focus Please feel free to contact us for any clarifications Thank you and looking forward to your quick response in this regard. Regards Rtn. Ahmed Rejaul Karim (JUBAER) PHF District Secretary-General RID-3282, Bangladesh. +88 0171115638 ![]()
![]()
![]()
প্রিয় ক্লাব সভাপতি,
আশা করি আপনারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে ২০২০-২১ রোটারী বছরের শেষ ছয় মাসে ব্যস্ত সময় পার করছেন। আমরা আপনার একটি সফল বছর কামনা করছি। এখন আমরা আছি জানুয়ারি মাসে, রোটারি ক্যালেন্ডারে জানুয়ারি মাস ভোকেশনাল মাস হিসেবে ডেজিগনেটেড। এই মাসে আমরা রোটারী ফোর ওয়ে টেস্ট প্রমোশন, ভোকেশনাল এওয়ার্ড অনুষ্ঠান এবং ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম সহ বিভিন্ন প্রোগ্রাম হাতে নিতে পারি। জেলা গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমদ তার ডিস্ট্রিক্ট গোলে এবছর ঘোষনা করেছেন, দেশব্যাপী কমপক্ষে ১০০ জন তরুন –তরুনীক ডিজিটাল প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত করতে এবং তাদেরকে অনলাইনে আর্নিং এর উপযুক্ত করে গড়ে তুলতে। এই উদ্দেশ্যে একটি আইটি ট্রেইনিং ফার্মের সাথে আমাদের ডিস্ট্রিক্ট এর একটি চুক্তি হয়েছে, সেই অনুযায়ী তারা আমাদেরকে নিন্মোক্ত কোর্স সমূহে ৬০% থেকে ৭০% পার্সেন্ট ডিসকাউন্টে করাতে সম্মত হয়েছে। আমাদের চুক্তি অনুযায়ী এসকল কোর্স শেষে প্রত্যেক স্টুডেন্টকে অনলাইন আর্নিং-এর প্ল্যাটফর্ম এর সাথে সংযুক্ত করা হবে হবে এবং তারা যাতে সেখানে কমিউনিকেশন করতে পারে সেজন্য সকল কোর্স এর সাথে একটি ইংরেজী কমিউনিকেশন কোর্স থাকবে। এই কোর্সগুলো তাদের ট্রেনিং সেন্টারে অথবা অনলাইনে ক্লাসরুমের মাধ্যমে করা যাবে। আমি আপনাদের সুবিধার জন্য নিচে তাদের কোর্স সমূহের নাম এবং হ্রাসকৃত কোর্স ফি সমূহ উল্লেখ করছি – আশা করি আপনার এই সুযোগকে কাজে লাগিয়ে জেলা গভর্ণরের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবেন।
উল্লেখ্য যে কোর্স শেষে সকল স্টুডেন্টদেরকে রোটারী ক্লাবের নাম সহ সার্টিফিকেট প্রদান করা হবে। এবং জেলা গভর্ণর এইসকল ক্লাবকে আলাদা ভাবে মূল্যায়ন করবেন। প্রয়োজনে যোগাযোগ করুন – মিস্ বৃন্তি রানী নাথ, প্রজেক্ট ম্যনেজার, মাইন্ড জিম আই.টি এডুকেশন। ফোন : ০১৭৮৭৮৯৭৯৬৫ ধন্যবাদ আহমদ রেজাউল করিম জুবায়ের ডিষ্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল – ৩২৮২ +৮৮০ ১৭১১১৫৬৩৮৭ Rotarians support educational projects that provide technology, teacher training, vocational training teams, student meal programs, and low-cost textbooks to communities. Rotary's goal is to strengthen the capacity of communities to support basic education and literacy, reduce gender disparity in education, and increase adult literacy.
Teacher Training is one of the priority projects of Dr Belal Uddin Ahmed, District Governor 202-21. As a part of observing the month of Basic Education and Literacy, our district has initiated a double impact project - teacher training and supporting the Basic Education and Literacy project for working children. This double impact project will be implemented in partnership with UKBET which is a UK based charity working in Bangladesh since 1993 for the development of teaching and learning. Please find the details of the program:
রেজিস্ট্রেসন এর নিয়মাবলী
Register at Rotary Bee by 15 September 2020 and
win attractive gifts including Smart Phone |
Memo from District Secretariat for District Directory 2020
প্রিয় ক্লাব সভাপতি,
শুভেচ্ছা গ্রহন করুন। আশা করি ইতোমধ্যে আপনারা ডিস্ট্রিক্ট ডাইরেক্টরী এর রোস্টার সম্পর্কিত ই-মেইলটি পেয়েছেন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের ডিস্ট্রিক্ট গভর্ণর মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক এই বছর সকল সদস্যের রঙ্গিন ছবি সহ ডিস্ট্রিক্ট ডাইরেক্টরী প্রকাশিত হবে এবং এই জন্য আমাদেরকে রোষ্টারের ফরমাটে কিছু পরিবর্তন করতে হয়েছে। আমি নতুন (ইলাস্ট্রেটর) ফরমাট টি এতদ্বসঙ্গে সংযুক্ত করছি। দয়া করে এই ফরমাটে আপনার ক্লাবের রোষ্টার টি আগামী ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে আমাকে ইমেইল করে পাঠিয়ে দিবেন। রোষ্টার পাঠানোর ব্যাপারে নিম্নোক্ত বিষয় গুলো যত্ন সহকারে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে: ১. দয়াকরে এতদ্বসঙ্গে সংযুক্ত ফরমাটে আপনার ক্লাবের রোষ্টারটি তৈরী করুন (প্রয়োজনে কোন কম্পিউটার এর দোকানের সহযোগীতা গ্রহন করুন। ২. এই ফরমাটের কোন অংশের পরিবর্তন করা যাবে না, যেমন লেখার ফন্ট, ফন্ট এর রং, ফন্ট এর সাইজ, ছবির সাইজ ইত্যাদি। ৩. আপনার ক্লাবের তথ্যাবলী যেমন প্রতিষ্ঠার তারিখ, জি.এস.আর ইত্যাদি তথ্য সঠিক ভাবে পুরন করুন। ৪. আপনার ক্লাবের মিটিং এর তারিখ, সময় এবং স্থান ইত্যাদি সঠিক ভাবে পুরন করুন। ৫. আপনার ক্লাবের বোর্ড এবং ষ্টেন্ডিং কমিটির তালিকা সঠিক ভাবে প্রদান করুন। ৬. আপনার ক্লাবের প্রত্যেক সদস্য এর রঙ্গিন ছবি নামের পাশে সংযুক্ত করুন। ৭. প্রদত্ত ফরমাট ব্যতিত অন্য কোন ফরমাটে রোষ্টার পাঠালে তা গ্রহন করা সম্ভব হবে না। ৮. প্রস্তুতকৃত ক্লাব রোষ্টারটি আউট-লাইন করতে অপারেটর কে নিষেধ করুন। ৯. প্রস্তুতকৃত ক্লাব রোষ্টার টির নাম আপনার ক্লাবের নাম অনুষারে করুন যেমন : Roster 20-21 RC Sylhet Elegance ১০. প্রস্তুতকৃত ক্লাব রোষ্টার টি roster.d3282@gmail.com এই ঠিকানায় ই-মেইল করুন। যেহেতু করোনা ভাইরাস এর কারনে আমরা একটি কঠিন সময় অতিবাহিত করছি সুতরাং সময়মত ডিস্ট্রিক্ট ডাইরেক্টরী আপনাদের হাতে তুলে দিতে আপনাদের সহযোগীতার কোন বিকল্প নেই। যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সহ আহমদ রেজাউল করিম জুবায়ের ০১৭১১১৫৬৩৮৭ Please download the format for District Directory
|
Please Contract our Support Team for any Assistance
Chittagong : Rtn. A.F.M Morshedul Alam RC Chittagong Port City, Cell: 1670888602 Comilla : Rtn. Mohammed Towhid Uz Zaman RC Comilla City, Cell : 01713161116 Sylhet : Rtn. Faysal Ahmed RC Sylhet Orange City, Cell : 01717918276 List of the Clubs | Roster Submitted
Submitted in correct eps format
Submitted in other format
|